Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে ............ ইউনিয়ন

০৯টি মৌজার সমন্বয়ে গঠিত অত্র ০৫নং বালারহাট । ইউনিয়নের মোট ভুমির পরিমান প্রায় ১৫১৫ হেক্টর। যাহা মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ০৮নং ক্রমে গননা করা হয়। অত্র উপজেলার উপজেলা পরিষদ থেকে ঠিক পূর্ব দিকে ১০ কিঃ মিঃ দূরে অবস্থিত। অত্রইউনিয়নের উত্তরে উপজেলার ০৪ নং ভাংনী ইউনিয়ন, উত্তর-পশ্চিমে ০৬ নং কাফ্রিখাল ইউনিয়ন, পূর্ব দিকে ১৬নং মির্জাপুর ইউনিয়ন অবস্থিত। অত্রউনিয়নের মধ্য দিয়ে ঘাগট,  এবং উত্তর পাশ দিয়ে শল্লার বিল অবস্থিত। উক্ত বিলগুলি আর প্রানবন্ত নয়, তবে এই সব মরা বিলগুলি বন্যার মৌসুমেইউনিয়নকে প্রাণবন্ত করে তোলে। সংস্কার ও খননের অভাবে এখন নামে মাত্র বিলের তালিকায় রয়েছে। এই সমস্ত বিলে প্রায় ৫০ হেক্টর পতিত জমি রয়েছে।