শিরোনাম
বালারহাট ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা - ২০২৩ চলছে
বিস্তারিত
#মাতৃত্বকালীন ভাতা - ২০২৩ *আবেদন করতে যা-লাগবে,
০১.বয়স:২০-৩৫ বছর। জানুয়ারী/২০২৩ সনে ৪-৬মাস গর্ভকাল হতে হবে
০২. গর্ভধারণক্রম: প্রথম ও দ্বিতীয় হতে হবে।
০৩. জাতীয় পরিচয় পত্র: জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক থাকতে হবে।
০৪. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা/পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত এ.এন.সি কার্ড(এন্টি নেটাল কেয়ার কার্ড)।
০৫. হিসাব নম্বর: উপকারভোগীর নিজ নামে অনলাইন ব্যাংক একাউন্ট থাকতে হবে।
০৬. রক্তের গ্রুপ লাগবে।
০৭. আবেদনকারীর স্বাক্ষর ও PP সাইজের রঙ্গিন ছবি।
০৮. একটি সচল মোবাইল নম্বর।